আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বই বিতরণ উৎসবে: গাজী গোলাম মর্তূজা পাপ্পা

গাজী

গাজী

তুহিন মোল্লা, রূপগঞ্জ, প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নব কিশলয় হাই স্কুল এন্ড গালর্স কলেজে বই বিতরণ আনন্দ উৎসব-২০১৮ পালিত হয়েছে। নব কিশলয় হাই স্কুল এন্ড গালর্স কলেজের অধক্ষ্য মো: নজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, পরিচালক গাজী গ্রুপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জিটিভি এবং নব কিশলয় হাই স্কুল এন্ড গালর্স কলেজের গভনিং বডির, সভাপতি গাজী গোলাম মর্তূজা পাপ্পা।

এ সময় গাজী গোলাম মর্তূজা পাপ্পা বলেন, সু-শিক্ষাই জাতির মেরুদন্ড। তোমরা যদি বন্ধুত্ব কর তবে বইয়ের সাথে বন্ধুত্ব কর, যদি কথা বলতে হয় বইয়ের সাথে কথা বলো। বই পড়লে জ্ঞান অর্জন হবে। পড়া লেখার কোন বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে সারা দেশে বছরের প্রথম দিন বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার জন্য। গত আট বছর আগে এই বিদ্যালয়ের অবস্থা কেমন ছিল আমি দায়িত্ব নেওয়ার পরে কেমন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এবারের নির্বাচনে নৌকা মার্কায় সবাইকে ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে রূপগঞ্জ ও এগিয়ে যাবে। আজ সারা দেশের শিক্ষার্থীরা বই পেয়ে খুবই আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন, সাজ্জাদ হোসেন, কায়েতপাড়া ইউনিয়নের ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি, সিনিয়র শিক্ষক মো: নজরুল ইসলাম, মো: আবুল হোসেন, মোসা: আর্জিনা বেগম ডলি প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন,  রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল শিকদার, সাবেক প্রচার সম্পাদক রিয়াজ আহমেদ, ছাত্রলীগ নেতা আওলাদ হোসেন বাদল, উজ্জল, আরিফ খান জয় প্রমুখ।

সর্বশেষ সংবাদ