আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গনসংহতির জীবাণুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলন ফতুল্লা থানার উদ্যোগে গাবতলি টাগারপার থেকে ইসদাইর এবং কাউমপুর থেকে শস্তাপুর অবধি দুটি ভাগে বিভক্ত জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। এতে নেতৃত্ব দেন জাহিদ সুজন এবং মশিউর রহমান রিচার্ড।

বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দ বলেন, পরিস্থিতি দিন কে দিন খারাপের দিকে যাচ্ছে। আক্রান্ত এবং মৃতের সংখ্যাও নিশ্চই বাড়ছে। কিন্তু সরকার পুরো জিনিসটাকে একটা ধোয়াসার মধ্যে রেখেছে।

সরকার একভাবে সিদ্ধান্ত নিয়েই রেখেছে তারা সঠিক করে কিছু বলবে না। যেহেতু কীট নেই, সেহেতু পরিক্ষাও নেই। আর পরিক্ষা না করার ফলে আক্রান্তের তথ্যও জানা যাচ্ছে না। আমরা অবিলম্বে সরকারকে আক্রান্ত, মৃতের সঠিক তথ্য প্রকাশ করা এবং জনগণের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাই। আর নিন্ম আয়ের মানুষের কথা মাথায় রেখেই অবিলম্বে গণরেশনিং প্রক্রিয়া চালু করতে হবে। যাতে মানুষকে না খেয়ে থাকতে না হয়।

উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শুভ দেব, ইলিয়াস জামান, শুভ্র কুমার’সহ অঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।