সংবাদচর্চা রিপোর্ট
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের অক্টো অফিস শাখার উদ্যোগে ৬৪’টি অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শাখা সভাপতি সফর আলীর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সম্পাদক হাফেজ মুহাম্মদ আওলাদ। এসময় এতে আরো উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি সরফুদ্দৌলা সেলিম এবং শাখার সদস্য হাফেজ হারুন প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ব শ্রেণি অত্যন্ত করুণ অবস্থায় দিনানিপাত করছে, অসংখ্য মানুষ দু’বেলা খাবারের জোগাড় করতে পারছে না। এ অবস্থায় সকল সচ্ছল মানুষদের উচিত অসহায়, দরিদ্র এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো। খেলাফত মজলিস সাধ্যমত সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি অনুকূলে আসার আগ পর্যন্ত জনগণের পাশে সবসময় খেলাফত মজলিস থাকবে।
এসএএইচ