আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে হকার ইস্যু নিয়ে ঘটনাটি খুবই স্পর্শকাতর:প্রধান তদন্ত কর্মকর্তা

খুবই স্পর্শকাতর

না.গঞ্জে হকার ইস্যু নিয়ে ঘটনাটি খুবই স্পর্শকাতর:প্রধান তদন্ত কর্মকর্তাখুবই স্পর্শকাতর

নিজস্ব প্রতিবেদক:

নারায়নগঞ্জে  হকার ইস্যু নিয়ে ঘটনাটি খুবই স্পর্শকাতর বলে জানিয়েছে  প্রধান তদন্ত কর্মকর্তা জসীম উদ্দীন হায়দার। এ ঘটনার  তদন্তের জন্য আরো ২ কার্যদিবস সময় পেয়েছে তদন্ত কমিটি।

গত ১৬ জানুয়ারী চাষাঢ়ায় হকার ইস্যুতে সংঘর্ষে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী সহ অন্তত অর্ধশত আহত হন। ওই ঘটনার পরদিন ১৭ জানুয়ারী জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।কমিটির অন্য দুজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, র‌্যাবের সহকারি পরিচালক বাবুল আক্তার

২ ফেব্রুয়ারি শুক্রবারের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এদিন কমিটি প্রধান জানিয়েছে, তাঁরা আরো দুটি কার্যদিবস সময় নিয়েছেন।

এর আগে প্রথম দফায় ২৪ জানুয়ারি ৭দিনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে সময় বাড়িয়ে ২ ফেব্রুয়ারি তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দীন হায়দার জানান, এখানে প্রচুর মানুষের সাক্ষ্য গ্রহণ করতে হবে। তার মধ্যে প্রত্যক্ষদর্শী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনীতিক সহ অনেকের। সে কারণে বিলম্ব হচ্ছে। আমরা আরো দুই কার্যদিবস সময় চেয়েছি।

তিনি আরো জানান, ‘কিভাবে ঘটনার সূত্রপাত, কারা কারা ছিল, কারা কারা অস্ত্র প্রদর্শন করেছে সহ সার্বিক বিষয়ে খতিয়ে দেখতে হবে। এসব নিয়ে ইতোমধ্যে তদন্ত চলছে। তাছাড়া ঘটনা কি কারণে ঘটলো সেটাও বের করতে হবে যদিও এটা বেশ কষ্টসাধ্য।’