আজ শুক্রবার, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

খানপুরে হবে করোনা রোগীর চিকিৎসা

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা হবে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। ৩০০ শয্যার সাধারণ রোগীদের জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার হবে। আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হবে বলে খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত  নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। যা সারা দেশের মধ্যে রোগীর সংখ্যার দিক থেকে ঢাকার পর দ্বিতীয় স্থানে রয়েছে নারায়ণগঞ্জ। জেলায় ৬ জন মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে রয়েছে রূপগঞ্জের ৩ জন নারী। সারা নারায়ণগঞ্জ লকডাউন করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ