নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও আড়াইহাজার উপজেলা কমিটির সভাপতি বদরুজ্জামান খান খসরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। ১১ জুলাই বুধবার বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।
খসরুর ছেলে মাহাবুবুর রহমান সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে বদরুজ্জামান খান খসরু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়াম ও বাদ যোহর খসরুর আড়াইহাজারের নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
বদরুজ্জামান খসরু এক সময়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৯৮৮ সালে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি আলোচনায় চলে আসেন। পরে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। তার ছোট ভাই আতাউর রহমান খান আঙ্গুর ২০০১ সালে আড়াইহাজারে এমপি নির্বাচিত জন।