নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বৃহত্তর মাসদাইর এলাকার তিনটি মসজিদ ও আমানা গার্মেন্টসে একযোগে ইফতারের আয়োজন করা হয়। প্রায় দুই হাজার মানুষের জন্য আয়োজিত এ ইফতার মাহফিলে সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বলেন, রমজান পবিত্র একটি মাস। এ মাসে আল্লাহ্ তায়লা অনেক ফজিলত দান করে থাকেন। রোজার মাসে শয়তানকে বেধে রাখা হলেও আমাদের মনের শয়তান সব সময় পাপ কাজে জড়িত হয়ে পড়ে। আমাদেরকে মনের শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
তিনি আরো বলেন, সংযমের এ মাসে আমরা পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোয়া করবো। আমরা একে অপরকে সহযোগীতা করবো। বাড়ির পাশের অনাহারী মানুষের খোজ খবর নেবো এবং তাদের সহযোগীতা করবো। কারন, বাড়ির পাশের লোক অনাহারে থাকবে আর আপনি পেট ভরে খাবেন, তা কখনোই আল্লাহর নির্দেশ নয়। প্রতিবেশীর প্রতি আপনার অনেক দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে নিজেদের যাকাত সঠিকভাবে প্রদান করি এবং অসহায়দের সহযোগীতায় এগিয়ে আসি।