আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কোস্ট গার্ড স্টেশন পাগলা অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করে

কোস্ট গার্ড

 

কোস্ট গার্ডনিজস্ব প্রতিবেদক: গত ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে ১৯০০ ঘটিকায় জোনাল কমান্ডার ঢাকা জোন কমান্ডার এ টি এম রেজাউল হাসান এর সার্বিক দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশান পাগলা এর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বিএন এর তত্ত্বাবধানে টীম লিডার জুলহাস উদ্দিন, চীফ পেটি অফিসার এর নেতৃত্বে¡ একটি বিশেষ অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনারাগাঁও থানার আনন্দ বাজারে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪ টি গুদাম ঘর হতে ২০,১২,৫০০ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত অবৈধ নতুন কারেন্ট জালের আনুমানিক মূল্য ৪,০২,৫০,০০০/০০ (টাকা চার কোটি দুই লক্ষ পঞ্চাশ হাজার মাত্র)।

কোষ্টগার্ড

জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মাসুদা খানম এর নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ নতুন কারেন্ট জাল নারায়ণগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ, নারায়ণগঞ্জ জেলা মৎস্য দপ্তরের প্রতিনিধিগণ, অপারেশান টীম, স্থানীয় জনগন ও সাংবাদিকদের উপস্থিতিতে অদ্য দুপুর ১২০০ ঘটিকায় পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এইরূপ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ এবং জাতীয় মাছ ইলিশ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী অঙ্গীকারাবদ্ধ। তিনি আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী অবৈধ কারেন্ট জাল বন্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে।

স্পন্সরেড আর্টিকেলঃ