আজ সোমবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অব্যাহতি

সংবাদচর্চা রিপোর্ট: কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: মহিউদ্দিনকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার ( ২ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের ও সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া স্বাক্ষরিত এক অব্যাহতি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অব্যাহতি পত্রে বলা হয়েছে দীর্ঘদিন দলীয় কর্মকান্ডে অনুপস্থিত থাকার কারণে শনিবার তারাবতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরী সভায় তাকে সর্বসম্মতিক্রমে অব্যাহতি দেওয়া হয়।