আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কালিরবাজারে ফেনসিডিলসহ আটক ২

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩’শ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে।  শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে শহরের কালিরবাজার পুরান কোর্ট সংলগ্ন জনতা ব্যাংকের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় একটি পিকআপ ভ্যান ।

আটকরা হলেন, মাদারীপুর জেলার নয়াচর এলাকার সেকান্দার আলীর ছেলে মো. রিপন কাজী ও একই জেলার পশ্চিম খাগদি শেরে বাংলা এলাকার মো. হোসেন হাওলাদারের ছেলে মো. কোরবান হাওলাদার। তারা দুজনই সবজি বহনকারী ওই পিকআপ ভ্যানের চালক ও হেলপার।

এ ঘটনায় পলাতক রয়েছেন ঠাঁকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি বিষনামপুর এলাকার রহমানের ছেলে মাজহারুল ইসলাম (২৫) এবং ফতুল্লার মাসদাইর এলাকার মাছুম বিল্লাহ (৪০)। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আঃ হক শিকদার ।