রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা।
রোববার (৩ মে) সকালে কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি বাসস্ট্যান্ড এলাকাস্থ নিউ জমজম রেস্টুরেন্টের কছে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, গোপালগঞ্জের পুরান মানিকদা এলাকার মো. মিন্টু শেখের ছেলে নাজিম উদ্দিন শেখ (২৬), বলাকৈর (চালক) এলাকার শহর আলী মৃধার ছেলে মিলন মৃধা (৩৯) এবং চর মানিকদা এলাকার কবির মোল্লার ছেলে আরিফ মোল্লা (২৮)।
এসময় তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা, একটি পিকআপ ভ্যান এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব।
র্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করেছেন।