সংবাদচর্চা রিপোর্ট: আসন্ন তারাব পৌরসভার সাধারণ নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা যুবলীগ সহ-সভাপতি ও বর্তমান কাউন্সিলর রফিকুল ইসলাম মনির। বৃহস্পতিবার ( ১৭ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দিয়ে রফিকুল ইসলাম মনির বলেন, প্রিয় ওয়ার্ডবাসী ও সকলের দোয়া, সহযোগিতা কামনা করছি। তারাব পৌরসভার উন্নয়নের কান্ডারী, সফল পৌরমাতা হাছিনা গাজী’র পাশে থেকে ১নং ওয়ার্ডের অবশিষ্ট উন্নয়ন কাজ দ্রততম সময়ে সম্পন্ন করবো ইনশাআল্লাহ।