আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউকে ছাড় দেয়া হবে না: হারুন

সংবাদচর্চা রিপোর্ট: রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন নারায়ণগঞ্জের সাবেক এসপি ও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন , এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে ছাড় দেওয়া হবে না। এর সাথে সরকারী হাসপাতালের যারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। হারুন বলেন, আনিসুল করিমের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। তিনি একজন ভালো পুলিশ অফিসার ছিলেন। হাসপাতালের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। যারা মেডিকেলে পড়া- লেখা করে নাই তারা ওই হাসপাতালের ডাক্তার। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রসঙ্গত মানসিক অসুস্থতার কারণে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে স্বজনেরা রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যান। সোমবার সকালে ভর্তি প্রক্রিয়া চলার মধ্যে হাসপাতালের কর্মীরা তাকে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে যান। সিসিটিভি ফুটেজে সেখানে তাকে শারীরিক নির্যাতনের দৃশ্যও দেখা যায়। এর কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।৩১তম বিসিএসের পুলিশ কর্মকর্তা আনিসুল করিম সর্বশেষ বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র ছিলেন। তার স্ত্রী শারমিন সুলতানাও একই বিশ্ববিদ্যালয়ের। এই দম্পতির চার বছরের একটি ছেলে রয়েছে।সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গ থেকে আনিসুল করিমের মরদেহ গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ