করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। গত বুধবার থেকে তার প্রচারপত্র বিতরণ শুরু হয়েছে। তিনি তারাব পৌরসভায় এই প্রচারপত্র বিতরণ করেন । প্রচারপত্রে করোনা ভাইরাস যে ভাবে ছড়ায় , লক্ষণ ও প্রতিকার উল্লেখ রয়েছে।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এই ভাইরাস বেশিদিন থাকে না। বেশিরভাগেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায়। কেউ আতংক ছড়াবেন না। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত ভালোভাবে হাতের বিভিন্ন অংশ পরিস্কার রাখতে হবে। বেশী করে পানি পান করতে হবে। অহেতুক ঘুরাঘুরি করা যাবে না। বিদেশ থেকে কেউ দেশে ফিরলে অবশ্যই তাকে কমপক্ষে ১8দিন ঘুরাঘুরি থেকে বিরত থাকতে হবে। কেউ আক্রান্ত হয়েছে মনে হলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করবেন।
হাছিনা গাজী আরো বলেন, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধের জন্য প্রতিটি ওয়ার্ডে আমাদের মশক নিধন কর্মীদের নিয়ে অভিযান পরিচালনা হচ্ছে ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে তিনি মসজিদের ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। সভায় করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে দোয়া করা হয়।
এছাড়া রূপগঞ্জ উপজেলা জুড়ে নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পক্ষে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার করা হচ্ছে।

