সংবাদ বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচারণা করেছে রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি । বিজ্ঞপ্তি জানানো হয়েছে করোনা ভাইরাসের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের প্রায় তিন শতাধিক গ্রাজুয়েট স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। তারা রূপগঞ্জের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করছে। ত্রাণ সামগ্রী পৌছা দিতে বিভিন্ন ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সহযোগিতা করছে। করোনা প্রতিরোধে জনগণকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। তারা সবাইকে ঘরে থাকতে বলেছেন।