আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা প্রতিরোধে জেলা পুলিশের কর্মশালা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সদস্যদের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুক্রবার ১০ এপ্রিল জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার  মোহাম্মদ জায়েদুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন। কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ সামাজিক দূরত্ব মেনে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পুলিশ সদস্যদের সতর্কতার সাথে কর্তব্য পালনে দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের করোনা মোকাবেলায় গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখতে সকলকে আহ্বান জানান। কর্মশালায় উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক করোনা থেকে রক্ষা পেতে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন,  দুর্যোগে নারায়ণগঞ্জবাসীর পাশে রয়েছে জেলা পুলিশ। সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে।  তিনি ডিআইজির কাছে পুলিশ সদস্যদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। এসময় ডিআইজি পুলিশের নিরাপত্তার জন্য সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।