আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা চিকিৎসায় আশার আলো

সংবাদচর্চা রিপোর্ট

বিএমজি (ব্রিটিশ মেডিকেল জার্নাল) জার্নাল থেকে সম্প্রতি প্রকাশিত একটি ক্লিনিকাল ট্রায়াল থেকে জানা যাচ্ছে যে, এসিডিটির চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ “ফ্যামোটিডিন” করোনা চিকিৎসায় কার্যকরী এবং এর প্রয়োগে করোনা রোগীর দেহে লক্ষণ দ্রুত সময়ের মধ্যে হ্রাস পায়। ওষুধটি হিস্টামিন-২ ব্লকার হিসেবে পরিচিত, যা বাংলাদেশে বেক্সিমকো ফার্মা ইয়ামাডিন ট্যাবলেট নামে বাজারজাত করে থাকে।

ওষুধটি খাওয়ার পর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে করোনার লক্ষণসমূহের দ্রুত উন্নতি হয়। লক্ষণগুলোর মধ্যে শ্বাসকষ্ট, কাশি অন্যতম। ফ্যামোটিডিনের ব্যবহারে তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ৮০ মিলিগ্রাম দিনে তিনবার ৫-২১ দিন ব্যবহারে করোনার লক্ষণ উপশম হয় ।