অনলাইন ডেস্ক
দেশে করোনা আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ জন এ। জানা গেছে, তার বয়স ৭০-এর বেশি। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, দেশে নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে, দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯। আর করোনায় মৃতের সংখ্যা ৪। আক্রান্তদের মধ্যে মোট ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ব্রিফিংয়ে ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সবাইকে জনসমাগম ও গণপরিবহন এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, সবাই ঘন ঘন হাত সাবান বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখবেন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন।
কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে আইইডিসিআর-এ ফোন আসছে জানিয়ে তিনি বলেন, সেগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এসএমআর/এসএমআর