আজ রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার ২য় ধাপ, হাছিনা গাজীর পক্ষে মাস্ক বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট : রূপগ‌ঞ্জে ক‌রোনা ভাইরা‌সের দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য মান‌বিক সহায়তা হি‌সে‌বে সাবান ও মাস্ক বিতরন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৪ ন‌ভেম্বর) বি‌কে‌লে উপ‌জেলার বরপা এলাকায় রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী‌র উ‌দ্যো‌গে এ সাবান ও মাস্ক বিতরন ক‌রা হয়। মেয়রের পক্ষে তারা‌ব পৌরসভা যুবলী‌গের যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান জাকা‌রিয়া এসব বিতরণ করেন। এ সময় রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সহ-সম্পাদক মাহাবুব আলম ভুঁইয়া, তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলী‌গের সভাপ‌তি এনামুল ভুঁইয়া, যুবলীগ নেতা খায়রুল বাশার স্বপন, তৌ‌হিদুল ইসলাম এ‌মি, মামুন‌ মিয়া ও শওকত সাউদ, তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারন সম্পাদক শাহাদাত হো‌সেন ভুঁইয়া, তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছা‌সেবক লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি শাহাদাত হো‌সেন শাহীন, যুগ্মসম্পাদক আসফাক ভুঁইয়া, তারাব পৌরসভা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মামুন ভুঁইয়াসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা‌সেবক লীগ ও ছাত্রলী‌গের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।