আজ বৃহস্পতিবার, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীকে সংযুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক:

করোনা দুর্যোগকে পুঁজি করে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে নারায়গঞ্জ নাগরিক কমিটি সংবাদ সম্মেলন করেছে। একই সাথে তারা দেশের করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীকে সংযুক্ত করার দাবি জানান এ সংবাদ সম্মেলনে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নাগরিক কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এবি সিদ্দিক।
লিখিত বক্তব্যে এডভোকেট এবি সিদ্দিক বলেন, আমরা দেখেছি দেশের বিভিন্ন দুর্যোগের সময় সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সারা বিশে^র দেশ গুলো এখন একটা ক্রান্তি লগ্ম সময় পারকরছে। দেশের এ দুর্যোগে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। বাজার-ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য জরুরি ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ প্রশাসনের সকল পর্যায়ের কার্যক্রম পরিচালনা করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
দেশের বর্তমান পরিস্থি নিয়ে তিনি বলেন, আজকে সারা বিশ্বের মতো আমাদের দেশের মানুষও আতঙ্কিত, বিপদাপন্ন। স্তব্ধ হয়ে যাচ্ছে আমাদের জীবন-জীবিকা। রুদ্ধ হয়ে যাচ্ছে মানুষ। জীবন বাঁচাতে মানুষকে গৃহবন্দী হয়ে যেতে হচ্ছে। বাধ্য হয়ে এ অবস্থা মেনে নিতে হচ্ছে। আমাদের দেশে কত জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার সঠিক তথ্য আমরা জানিনা, কারণ করোনা সনাক্ত করণের রাসায়নিক কিট আমাদের দেশে এখনো তেমন নেই।
এড. এবি সিদ্দীক বক্তব্যে উল্লেখ্য করে বলেন, গত তিন সপ্তাহে আমাদের দেশে বিদেশ থেকে এসেছে ২ লাখ ৯৮ হাজারেরও বেশি মানুষ। যেসব দেশ করেনায় বিপর্যস্ত ওই সকল দেশ থেকেই তারা এসেছেন। কিন্তু এই পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে মাত্র ৪৬৯ জনের। প্রবাসী যারা এসেছেন তারা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। তারা নিজেরাও জানেন না তাদের মধ্যে কে কে করেনায় আক্রান্ত। আবার জানলেও কেউ কেউ তা গোপন করে যাচ্ছেন। এতে আক্রান্ত হচ্ছে তাদের পরিবার-পরিজনসহ এলাকার অসংখ্য মানুষ। যেহেতু প্রবাসী থেকে আসা ব্যক্তিদের পরীক্ষ করা যাচ্ছে না সেই অনুযায়ি আক্রান্তদের সঠিক তথ্য ও পরিসংখ্যানও আমাদের আইইডিসিআর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নেই।

দেশের নিত্যপণ্যের দাম বৃদ্ধির কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা লক্ষ্য করছি জনগণের এ দুরবস্থাকে পুঁজি করে বরাবরের মতোই এখনো এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে মানুষের মধ্যে বাড়তি আতঙ্ক তৈরি করে চলেছে। তারা চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলসহ নিত্যপণ্যের সব কিছুরই দাম বৃদ্ধি করে চলেছে। বিভিন্ন স্থানে প্রশাসনের উদ্যোগে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। কিন্তু তার পরেও ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। তাদের অধিক মুনাফার লোভে জনগণের মধ্যে এক ধরনের ভয় তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের দেশের কয়েকটি অঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি। তার মাঝে মাদারীপুরের শিবচর এলাকার ৭৮ হাজার মানুষ এখন প্রায় গৃহবন্দী। আমাদের মতো ঘন-জনবহুল দেশে এই রোগটি দ্রুত বিস্তারের বৈশিষ্টই বিদ্যমান। দেশের নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত জনগণ, যারা দৈনিক কাজের মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে তারা হঠাৎ করেই এই দুর্যোগে মহাবিপাকে পড়েছে। কাজ হারিয়ে বেকার হয়ে যাচ্ছে। কত দিন এ অবস্থা চলবে আমরা তা নিশ্চিৎভাবে জানি না।
সংবাদ সম্মেলনে বলা হয়, সমগ্র বিশ্ববাসী আজকে এক মহাদুর্যোগের মুখোমুখী এসে দাঁড়িয়েছি। প্রায় তিন মাস আগে চীনের উহান প্রদেশে সৃষ্টি হওয়া কোভিড-১৯ বা নভেল করেনাভাইরাস আজ এশিয়া, ইয়োরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ৩ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। ১৪ হাজারেরও অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। ইয়োরোপের বিভিন্ন দেশ আজ বিপর্যস্ত। এখন পর্যন্ত চীনের পর ইতালী ও ইরান ভয়াবহ সময় অতিবাহিত করছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব অর্থনীতি এক মহাসংকটের মুখোমুখী হতে যাচ্ছে।
বক্তব্যে বলা হয়, এখন এক দিকে জনগণকে ঘরে থাকার জন্য, জনসমাগম এড়িয়ে চলতে সচেতন করা অন্যদিকে বাজার-ব্যবস্থা ঠিক মতো নিয়ন্ত্রণে রাখাটা জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ আজ তাদের নাগরিকদের জীবন বাঁচাতে ঘরে ঘরে খদ্য ও প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছে, বিদ্যুৎ-গ্যাস-পানির বিল, বাড়ি ভাড়া প্রদানসহ আর্থিক সহায়তার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। আমাদের দেশেও সামর্থ অনুযায়ী কর্মহীন মানুষদের রক্ষা করার জন্য সরকারি উদ্যোগ নেয়া জরুরি বলে আমরা মনে করছি। একই সাথে সরকারের পাশাপাশি আজকে দেশের বিত্ত্ববান নাগরিকদেরও এ দুঃসময়ে এগিয়ে আসা প্রয়োজন। আমরা সকলে সম্মিলিতভাবে যার যার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে পারলে নিশ্চয়ই জাতীয় এ দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির কোষাধ্যক্ষ আ. হাই, সদস্য জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ ।