আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা প্রতিরোধে রূপগঞ্জে র‌্যাবের প্রচারণা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে র‌্যাব-১১  প্রচারণা ও টহল দিয়েছে । শনিবার (২৮মার্চ) সন্ধ্যা থেকে উপজেলার প্রতিটি এলাকায় অহেতুক ঘোরাঘুরি ও জনসমাগম রোধে র‌্যাব-১১ এর  মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের নেতৃত্বে টহল ও প্রচারণা চালানো হয়। এসময় উপজেলার গুরুত্বপূর্ণ জনাকীর্ণ স্থানগুলো পরিদর্শন করেছে র‌্যাব। পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, যতদিন করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন আমরা মাঠে পর্যবেক্ষণ করবো। সাধারণ মানুষকে সচেতন করবো এবং জনসমাগম যাতে না হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাবো। এরপরও যদি  জমায়েত হয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।