সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুরে কবিরাজি চিকিৎসার নামে এক মানসিক প্রতিবন্ধী ( ২২) তরুণীকে ধর্ষণ করা হয়েছে।এঘটনায় করিরাজের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে ।
২৮ মে সকালে ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, আঃ রহিম প্রামানিক( ৫৮) পিতা -শফিউদ্দিন প্রামাণিক সাং- কাশিপুর হাজিপাড়া শাহজাহান হাজীর বাড়ীর ভাড়াটিয়া। সে ভন্ড কবিরাজ। একই এলাকার ২২ বছরের মানসিক প্রতিবন্ধী অবিবাহিত মেয়ের চিকিৎসা করার ছলনায় গত ২৭ মে রাত ১০ টায় মেয়েটির পিতার বাড়ীর শয়ন কক্ষে মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষককে আটক করা হয়েছে। মেয়েটির পিতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।