নিজস্ব প্রতিবেদক: আড়াইহাজারে বিলের পুকুরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত গলায় কই মাছ ঢুকে নিলয় (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ছোট বিনাইরচর পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নিলয় উপজেলার আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং বৈলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফ ভূঁইয়া জানান, সোমবার দুপুরে সহপাঠীদের সঙ্গে নিলয় নানা বাড়ি ছোট বিনাইরচর এলাকায় বিলের পুকুরে মাছ ধরতে নামে। এ সময় দু’টি কই মাছ পায়। তার মধ্যে একটি হাতে অন্যটি মুখে নেয়। এ সময় মুখের কই মাছটি গলায় ঢুকে আটকে যায়।
ডা. আরিফ ভূইয়া আরও জানান, এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই নিলয় মারা যায়।