নিজস্ব সংবাদদাতা
ঘরে রান্না করা থেকে শুরু করে রাস্তায় রাস্তায় ক্ষুর্ধাত মানুষ খোঁজে বেরান কয়েকজন তরুণ তরুণী। তারা নিজেরাই রান্না করে সেই খাবার বিতরণ করছেন অসহায় ও গরীবদের মাঝে। শুক্রবার শহরের বিভিন্ন স্থানে তাদের ইফতার বিতরণ করতে দেখা গেছে। এ সময় তাদের সাথে কথা হলে জানা যায়, পিপল ফর পিপল গ্রুপ নামে একটি সংগঠনও রয়েছে তাদের। তারা সামাজিক নানা সমস্যা ও দুর্যোগে মানুষের পাশে দাড়াঁয়। ওই সময় উপস্থিত মোস্তফা সরকার, মো. সাগর হোসাইন, লামিয়া আখতার, সাইফ রোজা করোনায় ক্ষতিগ্রস্থ ও অসহায়দের নানা তথ্য তুলে ধরেন।
এ দিকে ইফতার বিতরণ করার সময় অনেককেই করতে দেখা গেছে নানা মন্তব্য। কেউ কেউ বলছেন দুর্যোগে ওরা ঘরেও থাকে, মানুষের পাশেও থাকে। করোনায় অসহায়দের পাশে ওরা এগিয়ে এসেছে, ওরা সব পারে।