নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমকে পুলিশ সুপার মেহেরপুর হিসেবে বদলি করা হয়েছে।
২৫ জুলাই, ২০১৮ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছিল। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।