আজ শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্নয়নের স্বার্থে ভালো মানুষকে কাছে টেনেছি- এমপি খোকা

এমপি খোকা

এমপি খোকা

সোনারগাঁ প্রতিনিধি
আগামী ২০ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে গতকাল রবিবার সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাস্থিত আইয়ুব প্লাজায় সাংসদ লিয়াকত হোসেন খোকার কার্যালয়ে রাত ৮টায় এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এখনো পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নাম শোনা যায়। কারণ জাতীয় পার্টি উন্নয়ন ও সেবামূলক রাজনীতিতে বিশ্বাসী। আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে চলে আসা প্রতিহিংসার রাজনীতিকে দাফন করে উন্নয়ন ও সেবামূখী রাজনীতি প্রতিষ্ঠা করেছি। উন্নয়নের স্বার্থে আমি দলমত ভুলে উপজেলার ভালো মানুষগুলোকে কাছে টেনেছি। এরপর তারা স্বেচ্ছায় জাতীয় পার্টিতে যোগ দিয়েছে। তাই আশাকরি আমার কর্মীদের মধ্যে চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের খুঁজে পাওয়া যাবে না। আমার কর্মীরা কাজ করে খায় এবং সাধ্য অনুযায়ী মানুষের উপকার করে। কারণ তারা জানে এমপি খোকা অন্যায়কে প্রশ্রয় দেয় না। তিনি সবসময় নির্যাতিত মানুষের পক্ষে থাকেন। কাজেই মন্দ কাজ করলে তিনি আমাদেরকেও ছাড় দেবেন না।
এমপি খোকা আরো বলেন, আগামী ২০ অক্টোবর শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এদিন সোনারগাঁ উপজেলা থেকে প্রায় ২০ হাজার লাঙলের কর্মী স্বতস্ফূর্তভাবে মহাসমাবেশে অংশগ্রহণ করবে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন- শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মনির হোসেন তোতা, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য দাইয়ান মেম্বার ও হাজী আনোয়ার হোসেন, উপজেলা যুব সংহতি নেতা কাজী নাজমুল ইসলাম লিটু, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হাশেম, সদস্য সচিব নূর হোসেন মেম্বার, আলী আকবর চেয়ারম্যান, ইকবাল প্রধান বাচ্চু মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, নুরুজ্জামান মেম্বার, আব্দুল হামিদ মেম্বার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক শাহ মোহাম্মদ হানিফ, সদস্য সচিব আলীজান মেম্বার, কাঁচপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি নেতা নেহালউদ্দিন মেম্বার, শিব্বির আহমেদ, মোহাম্মদ শাহীন, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, রমজান মিয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী মেম্বার, সাধারণ সম্পাদক কামাল, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ও প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির, মজিবুর রহমান মেম্বার, জাতীয় মহিলা পার্টির নেত্রী নিলুফা আক্তার ময়না মেম্বার, সুরাইয়া মেম্বার, মোরশেদা মেম্বার, জরিনা মেম্বার, জহুরা মেম্বার, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজুলল হক, সাধারণ সম্পাদক সেকান্দার আলী প্রমুখ।