নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি নারায়ণগঞ্জে বেঁচে থাকা অবধি এই শহরের আনাচে-কানাচে প্রতিটি মানুষকে নিয়ে আপনার বিরুদ্ধে রুখে দাড়াবো। আপনি ওই অস্ত্রের ভয় আমাদের দেখাবেন না। আপনার বহু অস্ত্র আমরা দেখেছি। আপনি প্রশাসনকে ভয় দেখাতে চান। একজন কনস্টেবলও আপনাকে ভয় পায় বলে আমার মনে হয় না। এই শহরের একটা রিকশাওয়ালা, একজন ছোট বাচ্চাও ভয় পায় বলে আমার মনে হয় না। সুতরাং জুজুর ভয় দেখাবেন না। আপনি গডফাদার? ওই ভয় আমরা পাই না।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরের দেওভোগে শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাত বছর পূর্তিতে আলোচনা সভায় শামীম ওসমানের উদ্দেশ্যে আইভী এসব কথা বলেন।