আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইয়াবা সহ ধামগড়া ইউনিয়ন পরিষদের মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড়া ইউনিয়ন পরিষদের মেম্বার কবির হোসেনকে ইয়াবা সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। ২২ শে জানুয়ারী মধ্যরাতে চাষাঢ়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানা গেছে কবির হোসেন বন্দর থানার শীর্ষ মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃত কবির হোসেন ওরফে ফেন্সি কবির বন্দর থানার গোকূলদাসের বাগ এলাকার আব্দুর রউফরে ছেলে।

ডিবির এস আই আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বন্দর থানার ১নাম্বার তালিকাভুক্ত মাদক বিক্রেতা কবির হোসেন ওরফে ফেন্সি কবির শহরে চাষাঢ়া এলাকায় মাদক বিক্রি করা উদ্দেশ্যে ঘুরাফেরা করছে। এসময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। কবির হোসেন ওরফে ফেন্সি কবির একজন চিহ্নিত মাদক বিক্রিতা তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১০ মামলা রয়েছে ।