আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলাম শুধু শরীয়তে নয়: কুতুববাগী

লাখো মানুষের পদভারে কুতুববাগ দরবার শরীফের ঐতিহাসিক ওরস অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার জুমার নামাজের পর আখেরি মোনাজাতে বাংলাদেশ ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের পাঞ্জাব প্রদেশের হযরত মোজাদ্দেদি আলফেসানী (রহ) দরবার শরীফের প্রধান খলিফা ও পীর আওলাদে রাসুল হযরত সৈয়দ সাদিক রেজা।

জুমার আগে নসিহত পেশ করেন কুতুববাগ দরবারের পীরকেবলা হযরত শাহসুফি কুতুববাগী।

তিনি বলেন ,আত্মশুদ্ধি ও ধ্যান সাধনার মধ্যদিয়ে পরিপূর্ণ মানুষ হতে হয়, অশান্তির এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুফিবাদের পথে আমাদের চলতে হবে। কেননা সুফি সাধকরা মানুষকে ভালবাসার শিক্ষা দেন।

মানবসেবার শিক্ষাই সুফিবাদের শিক্ষা খাজাবাবা কুতুববাগী  বলেন, ইসলাম শুধু শরীয়তে নয়, শরীয়ত- তরিকত- হাকিকত ও মারেফত এই চারটি বিষয়ের সমন্বয় পরিপূর্ণ ইসলাম। আখেরি নবীর সত্য তরিকার মধ্যদিয়ে মুক্তি। আখেরি নবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রতি যার যতটুকু ভালোবাসা তার ঈমানও ততটুকু। আউলিয়াদের আত্মার মহামিলনের এই পবিত্র ওরস শরীফ একটি প্রসিদ্ধ ঐতিহাসিক অনুষ্ঠান।

কুতুববাগ দরবারের বিশাল প্রঙ্গনে লাখো মানুষের পদভারে মুখরিত এই ওরস শুরু হয় গত ৩০ শে জানুয়ারি।