নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে নির্বাচনের পরিস্থিতি ভালোই থাকে। ফতুল্লা সিদ্ধিরগঞ্জের উন্নয়ন ১৯৯৬ সালে এবং ২০১৪ সালের পরে হয়েছে। সাহারা বেগম কবরীসহ বাকীরা তেমন উন্নয়ন করে নাই।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) জেলা আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবি সমন্বয় পরিষদের নির্বাচন পর্যবেক্ষন কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আইনজীবি সমিতির নির্বাচনের পর আমি নারায়ণগঞ্জের সাংবাদিক, আইনজীবি ও সকল পেশাজীবিদের সাথে বসে নারায়ণগঞ্জের অতীত ঐতিহ্য ফেরাতে যা যা দরকার হয় তাই করবো।
শামীম ওসমান বলেন, এখানে সম্মানিত আইনজীবিরা ভোট দিবেন। আমিও একজন আইনজীবি কিন্তু আমি ভোটার না। আমি যদি ভোট দিতে দিতাম তাহলে আমি সবার আগে চিন্তা করতাম নারায়ণগঞ্জ বারের যেসব সমস্যা গুলো আছে তা কে সমাধান করতে পারবে। সেই সমস্যা সমাধান করার জন্য যারা বারের বিল্ডিং করতে পারছেন সেই দৃষ্টিকোন থেকে চিন্তা করে আমাদের যে জুয়েল-মোহসীন প্যানেল, সেই প্যানেলকে জয়ী করতাম। কারণ তারা জয়ী হলে কাজ গুলো করতে সুবিধা হবে।
তিনি আরও বলেন, আইনজীবিদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। তারা খুব ভালো করেই জানেন, তাদের কি করতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের বাইরে সাংবাদিক ও আইনজীবি এই দুটো শক্তি খুব ব্যাপকভাবে হস্তক্ষেপ গ্রহণ করতে পারে। এরা সবসময়ই রাজনীতিবিদদের থেকেও বেশি ভূমিকা রাখতে পারে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলি, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, ফতুল্লা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান প্রমূখ।