আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ছোট বড় ৪৮ কর্মকর্তা কর্মচারীর পদ শূন্য রয়েছে। তাই লোক বলের অভাবে হাসপাতাল পরিচালনা সুবিধা হচ্ছে না। রোগীরা ঠিক মত সেবা প্রাপ্তি থেকে হচ্ছে বঞ্চিত।
কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী হাসপাতালটিতে মেডিকেল অফিসার ১টি, নার্সিং সুপারভাইজার ১ টি, সিনিয়র স্টাফ নার্স ৩টি, এস এ সি এম ও ৪টি, এসিস্টেন্ট নার্স ১টি, স্টেটিসটিশিয়ান ১টি, ষ্টোর কিপার ১টি, অফিস সহকারী ৩টি, স্বাস্থ্য সহকারী ২২টি, এম এল এস এস ২টি, ওয়ার্ড বয় ১টি, কুক মশালচী ২টি, পাহারাদার ২টি, মালি ১টি এবং সুইপার ৩টি পদ শূন্য রয়েছে।
হাসপাতালের আবাসিক রোগীরা জানান, প্রায় দিন ই রোগীদের মধ্যে সঠিক সময়ে খাবার পরিবেশন করা হয় না। হাসপাতালের এরিয়ার ভিতরে থাকা বাগান পরিচ্ছন্নতার অভাবে পরিবেশের সৌন্দর্য দিনে দিনে লোপ পাচ্ছে। নিরাপত্তার অভাব রয়েছে। এ ছাড়া রয়েছে পারিপার্শ্বিক নানা সমস্যা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল জানান, লোক বলের অভাবে সাময়িক কিছু সমস্যা হচ্ছে। লোক বলের চাহিদার উপর একটি তালিকা উপরে পাঠানো হয়েছে। আশা করি শিঘ্রই সমস্যার সমাধান হবে।