আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে হিন্দু বর মুসলিম কনের বিয়ে

আড়াইহাজারে হিন্দু বর মুসলিম কনের বিয়ে

আড়াইহাজারে হিন্দু বর মুসলিম কনের বিয়ে

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার  সংবাদদাতা:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমের সুত্র ধরে হিন্দু প্রেমিককে বিয়ে করলেন মুসলিম তরুণী। রোববার দিবাগত রাতে আরেক নবমুসলিম আবুবকর ছিদ্দিকের ( সাবেক নাম বিমল) বাড়ীতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। কনে মিনা আহাম্মেদ (১৯) এর বাড়ী উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে। বর শম্ভু চন্দ্র দাস ( বর্তমানে ওছমান গণি) এর বাড়ী আড়াইহাজার উপজেলা সদরের চৌধুরীপাড়ায়। তার পিতার নাম বকুল চন্দ্র দাস। জানা গেছে, একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে বেশ কিছুদিন আগে তাদের পরিচয় হয়। সেই থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং শম্ভুচন্দ্র দাস ধর্মান্তরিত হয়ে রোববার রাতে মিনাকে বিয়ে করে ভাড়া বাসায় ওঠেন।

স্পন্সরেড আর্টিকেলঃ