আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত চারদিন ব্যাপী একুশে বই মেলায় সোমবার বিকালে শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার উত্তম কুমার দাশ গুপ্ত, চিত্রকর আসাদুজ্জামান মানিক,  আওয়ামী লীগে নেতা সুমন মিয়া, বকুল মিয়া ও থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন  উপস্থিত ছিলেন।

ডাক্তার উত্তম কুমার দাশ গুপ্ত বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের প্রতিভা বিকাশে সহযোগিতা করবে। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা দেশ, জাতি তথা আমাদের গৌরব গাথা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। আরও বেশি করে শিশুদের অংশ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চিত্রকর আসাদুজ্জামান মানিক বলেন, আমি চেষ্টা করছি শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলোকে জাগিয়ে তোলার। প্রতি বছরের ন্যায় এ বছর ৭০ জন বিভিন্ন বয়সের ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা অংশ নেয়।