আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মার্কেট বন্ধ

সংবাদচর্চা রিপোর্ট:
আড়াইহাজারে মার্কেট, শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ১৯ মে সকাল ৬ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত সার, বীজ, কীটনাশক , কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সামাজিক দূরত্ব বজায় রেখে খুলে রাখা যাবে। ওষুধের দোকান সকাল ১১ টার পরে খোলা রাখা যাবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কেট ,শপিংমল, দোকান পাট বন্ধ থাকবে। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন।
সরকার যে শর্তে মার্কেট শপিংমল খুলার অনুমতি দিয়েছিলো তা মানছে না ব্যবসায়ী ও ক্রেতারা। যার ফলে ব্যবসায়ী সমিতি ও উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি দেবে উপজেলা প্রশাসন।