আজ বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধারা পেল সহায়তা

সংবাদচর্চা রিপোর্ট: আড়াইহাজারে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ২১ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের এ আর্থিক সহায়তা প্রধান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। প্রত্যেকে ১০ হাজার টাকা করে পেয়েছেন।

জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশাররফ হোসেন, ইউএনও সোহাগ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র এম এ হালিম সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী ওয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের অহংকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আপনারা ঝাঁপিয়ে পড়ে লাল সবুজের সোনার বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। আপনাদের ঋণ কোনোভাবেই আমরা পরিশোধ করতে পারবোনা। বিগত সময়ে ক্ষমতায় থাকা সরকার দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শুধু ব্যবহার করেছে।তারা আপনাদের যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। একমাত্র আওয়ামী লীগ সরকার আপনাদের উপযুক্ত মর্যাদা দিয়ে সেই ঋণ কিছুটা হলেও শোধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা থাকবে না।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি হয়েছে। আপনাদের সামগ্রীক উন্নয়নের লক্ষ্যে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আগামীতে মুক্তিযোদ্ধা সম্মানী প্রায় দ্বিগুণ করার প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনায় আছে।

স্পন্সরেড আর্টিকেলঃ