আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিষপানে ডাবল মৃত্যু

আড়াইহাজারে শুক্রবার বিষপানে দুই জনের মৃত্যু হয়েছে।  উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের আবদুল বারেকের স্ত্রী আফিয়া (৬৫) এবং বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মিজানের ছেলে জাকির হোসেন (৩৫) বিষপানে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী জানায় , আফিয়া পারিবারিক কলহের জেরে  শুক্রবার দুপুরে নিজ ঘরে বিষপান করে আত্মহত্যা করেছে ।
অপরদিকে চৈতনকান্দা গ্রামের জাকির প্রেমের ঘটনায় বিকেল ৫ টার দিকে চালারচর চকের মাঝে বিষপান করে। স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুই জনের মৃত্যুর খবর শুনেছি। কোনো অভিযোগ পাই নাই। আর মৃত্যু ব্যক্তিদের পরিবার কোনো মামলা করবে না। আমরা তাদের ডেকে ছিলাম