আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বাল্যবিবাহ বন্ধ

আড়াইহাজারে একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার ফতেপুর ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামে বিয়ের আয়োজন করা হয়েছিলো । আড়াইহাজার উপজেলার এসিল্যান্ড মোঃ উজ্জল হোসেন বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন।

জানা গেছে দক্ষিনপাড়া গ্রামের আবু তালেবের মেয়ে তানজিলা (১৫) এর সাথে নরসিংদী জেলার মাধবদী থানার জসিম উদ্দিনের ছেলে রাসেল (২২) এর বিবাহের অনুষ্ঠান চলছিল। ওই সময় থানার ওসি মোঃ নজরুল ইসলাম গোপনে সংবাদ পান দক্ষিনপাড়া গ্রামে একটি মেয়ের বাল্য বিবাহ হচ্ছে। তখন বরযাত্রী আসার পুর্বেই তিনি থানার এস,আই মোঃ মস্তফা কামালকে ঘটনাস্থলে পাঠান। কনের বাড়িতে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপস্থিতির কথা বরপক্ষ জানতে পেরে রাস্তা থেকে বরযাত্রী ফেরত চলে যায়।

এসিল্যান্ড মোঃ উজ্জল হোসেন কনের বাবা মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে মুচলেকা দেয়।

স্পন্সরেড আর্টিকেলঃ