আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আড়াইহাজার সংবাদদাতা:

আড়াইহাজারে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ আগস্ট বিকালে উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানে মাধ্যমে এই খাদ্য সামগ্রী গুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন প্রধান অতিথি থেকে চাল, ডাল, তেলসহ বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিাক ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন জানান, লকডাউনের কারণে আড়াইহাজারে গনপরিবহন বন্ধ ছিল। সেই থেকে আমাদের জেলা প্রশাসনের নির্দেশনা ছিল তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য। সেই নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন বৃহস্পতিবার ২শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।