সংবাদচর্চা রিপোর্ট:
আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় রফিক (৩৫) নামের এক জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ ফাড়িঁ। শনিবার দুপুরে মেঘনা নদী থেকে তাকে আটক করা হয়। আটককৃত রফিক বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদা আক্তার জানান, শনিবার সকাল থেকেই আড়াইহাজারের মেঘনা নদীর বিভিন্ন সীমানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশ শিকার অবস্থায় পাওয়ায় রফিককে আটক করা হয় এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের সময় ৫ কেজি ইলিশ পাওয়া যায়। এগুলো এতিম খানায় দিয়ে দেওয়া হয়। অভিযানে নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ আব্দুল হাকিম আজাদ অবস্থিত ছিলেন। আটককৃত রফিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে খাগকান্দা এলাকায় জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।