আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নারীর চুল কর্তনের ঘটনায় গ্রেফতার

আড়াইহাজারে বিয়েতে রাজী না হওয়ায় তানিয়া নামে  এক মহিলাকে মারধর, শরীরে সিগারেটের আগুনের ছ্যাকা ও চুল কেটে দিয়েছে আল আমিনও তার সহযোগীরা।  এঘটনায় নারী নির্যাতন মামলা দায়ের করেছেন ভিক্টিম। সেই মামলায়  কামাল হোসেন নামের এক বখাটেকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৭ মে) আসামীকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়া হয়েছে। গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম।

গ্রেফতারকৃত কামাল হোসেন (৩০)  চামুরকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

জানা যায়, ফয়েজ খন্দকারের বখাটে ছেলে আল আমিন ৬ মাস ধরে কামরানীরচর গ্রামের ওই তরুনীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে তাতে রাজী না হওয়া ক্ষিপ্ত ছিল আল আমিন। ২১ মার্চ সন্ধ্যায় ওই তরুনী বরপা থেকে বাড়ী ফেরার পথে কৃষ্ণপুরা গ্রামের কাছে এলে ৪/৫ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে আল আমিন এর বাড়ীতে নিয়ে যায় ।

সেখানে নিয়ে তাকে বিয়ে করার জন্য ওই তরুনীকে চাপাচাপি করে। এতে রাজী না হওয়ায় আল আমিন ও তার লোকজন মারধর করে চুল কেটে দেয়। এ সময় তারা ওই তরুনীর হাতে, গালে ও শরীর বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়। এরপর তাকে মেরে ফেলোর জন্য বাড়ীর পাশে চকে নিয়ে গেলে সেখান থেকে ওই তরুনী কৌশলে পালিয়ে এসে ঘটনা তার অভিভাবকদেরকে জানায়। পরে নির্যাতিত যুবতী বাদী হয়ে ৩ জনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।