সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আড়াইহাজার থানার লস্করদী এলাকার মো: শহিদের ছেলে সাইদুল ইসলাম ওরফে ফুল মিয়া, সিদ্ধিরগঞ্জের পুরাতন আইলপাড়া এলাকার তাইজুল মিয়ার ছেলে মোনায়েম হোসেন মুন্না ও ফতুল্লা থানার দক্ষিন কায়েমপুর এলাকার তন্ময় হোসেন সানি। বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে শিমরাইল মোড়ের সিএন্ডবি সুইপার কলোনী ও পুরাতন আইলপাড়া নীট কনসার্ন এর গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় সাইদুল ইসলাম ওরফে ফুল মিয়ার কাছ থেকে ১০ লিটার দেশীয় চোলাই উদ্ধার করা হয়। মোনায়েম হোসেন মুন্না (২২) ও তন্ময় হোসেন সানির (২১) কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক। তিনি জানান , বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আসামিদের মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।