আজ মঙ্গলবার, ১১ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের এমপি প্রার্থী করোনায় আক্রান্ত

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ ২ ( আড়াইহাজার) আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলের দিকে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করছেন খোদ হাফিজুল ইসলাম।

তিনি জানিয়েছেন, গেল কয়েকদিন ধরেই তিনি জ্বর সর্দিতে ভুগছিলেন। পরবর্তীতে জেলা স্বাস্থ্য বিভাগ তার করোনা নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করে। পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসছে।

হাফিজুল ইসলাম জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে তিনি কদিন বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। পরীক্ষায় পজিটিভ আসার পর বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। সবার কাছে তিনি নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে থেকে হাফিজুল ইসলাম কাস্তে প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ