নিজস্ব প্রতিবেদক:
জামিনে মুক্তির পর জেলগেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আশাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা। তারা অবিলম্বে আশা’র নিশ্বর্ত মুক্তির দাবিও জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ০৫ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়াস্থ বালুরমাঠ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সভায় সংগঠনটির নেতারা এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আহিদুল ইসলাম ছক্কু প্রমূখ।
এসময় তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের জুলুম অত্যাচার ভয়াবহ আকার ধারন করেছে। তাদের অত্যাচারে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তারা চায় “বিএনপি পুনরায় ক্ষমতায় আসুক”। তারা এও বলেন, বাংলাদেশ কিংবা পৃথিবীর কোন দেশে কোন জালিম সরকার বেশি দিন টিকে থাকতে পারে নেই, আর পারবেও না। খুব শীঘ্রই এ জালিম সরকারে পতন হবে।
তারা বলেন, দেশে একতন্ত্র প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র অংশ হিসেবে দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের নেত্রী আমাদের মা’র কিছু হলে, সারাদেশে আগুন জ্বলবে আর এ আগুন কেউ নিভাতে পারবে না। তাই, এখনো সময় আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, নয়তো আপনাদের পরিনাম ভালো হবে না।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ, জাহিদ প্রধান, জাহাঙ্গীর আলম, শুক্কুর আলী বেপারী, জাকির হোসেন, আল আমিন, জনি দেওয়ান, সুমন মিয়া, মো: মোশারফ হোসেন প্রমূখ।