আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলেমদের মাঝে নগদ অর্থ বিতরণ করলো খেলাফত মজলিস

সংবাদচর্চা রিপোর্ট

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে অসহায় ও কর্মহীন আলেমদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) এই অর্থ বিতরণ করেন দলটির জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন।

এসময় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সহায়তা তহবিলে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি সিরাজুল মামুন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে অসংখ্য মানুষ অসহায় অবস্থায় দিনানিপাত করছে। মাদ্রাসাগুলো বন্ধ থাকায় আলেমরাও বেতন পাচ্ছে না। সে জন্য আমরা অসচ্ছল আলেমদের জন্য জেলা বেফাকের তহবিলে আমরাও নগদ অর্থ সহায়তা প্রদান করেছি।আলেমদের পাশে খেলাফত মজলিস অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে।