আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবু সাইয়িদের পক্ষ থেকে ডা.আউয়ালের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

আবু সাইয়িদের পক্ষ থেকে

আবু সাইয়িদের পক্ষ থেকে

নবকুমার:
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে পাবনা ১ আসনের সাবেক এমপি অধ্যাপক ড.আবু সাইয়িদের পক্ষ থেকে ডা: আউয়ালের নেতৃত্বে বেড়া সাথিয়া আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানিয়েছে।  বুধবার ১৫ আগস্ট শ্রদ্ধা নিবেদন শেষে দুরুদ পাঠ ও বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের আন্তার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আবু সাইয়িদের পক্ষ থেকে

গত ১৪ আগস্ট রাত ১০ টায় পাবনা ১ আসনের আওয়ামীলীগের  প্রতিনিধি দল ঢাকা হতে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিনিধি দলের মধ্যে রয়েছে ,আওয়ামীলীগ নেতা অধ্যাপক ডা:আউয়াল , আবু সামা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম কামরুজ্জামান মাসুদ, আশরাফুল মোস্তাফা ডন, ছাত্রলীগ নেতা রবি,শাহাবুদ্দিন,রুমি,নাজমুলসহ আওয়ামীলীগ এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী।