আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারে দু‘গ্রুপে সংঘর্ষে আহত-২

আধিপত্য

বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারে দু‘গ্রুপে সংঘর্ষে আহত-২

আধিপত্য

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল স্থলবন্দরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘দল শ্রমিকের মধ্যে এক সংঘর্ষে দুই শ্রমিক মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বন্দর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড বন্ধ রয়েছে।

ক্ষমতাসীন দলের এমপি এবং মেয়র পক্ষ দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের দুটি গ্রুপকে নিয়ন্ত্রন করত। গত ডিসেম্বরে বন্দরের ঠিকাদারি কাজ পেয়েছে এমপি পক্ষের লোকজন।

কিন্তুু মেয়র পক্ষের লোকজন কাজ চালিয়ে আসছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্ব ঘোষনা ছাড়াই এমপি পক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে মেয়র গ্রুপের শ্রমিক অফিস ভাংচুর করে তাদের বন্দর এলাকা থেকে বের করে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ায় মুহুর্তের মধ্যে বন্দর এলাকায় সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও বন্দরের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে।

এ ঘটনার পর শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ও যুবলীগের সভাপতি অহেদুজ্জামানের বাড়িতে মেয়র গ্রুপের সন্ত্রাসীরা কয়েকটি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।