আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদালতপাড়ায় আইনজীবী নয়নকে থাপড়ালো রুবিনা

বিএনপি নেতা অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নকে এবার আদালতপাড়ায় প্রকাশ্য থাপড়াল  যুবদল নেতার সাবেক স্ত্রী। ১১ নভেম্বর সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী এসে বেশ কিছুক্ষণ নয়নের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে থাকেন। এক পর্যায়ে সে থাপড়াতে শুরু করে। ওই সময়ে অন্য আইনজীবীরা আসলে ওই নারী বলতে থাকে, ‘আপনি আমার জীবন শেষ করে দিলেন। ফেসবুকের মেসেজ দেখিয়ে ব্ল্যাকমেইল করে সংসার তছনছ করে দিছে।’

সংশ্লিষ্টরা জানান, ওই নারী হলো বন্দরের বক্তারকান্দি এলাকার মৃত মফিজ উদ্দিন মুন্সির মেয়ে রুবিনা আক্তার সাথী (৩৭)। সে গুলশান যুবদলের সভাপতি শেখ শরিফ উদ্দিন আহম্মেদের সাবেক স্ত্রী।
এর আগে ২৪ অক্টোবর রাজধানীর গুলশান থানায় এ ব্যাপারে জিডি করেন ভুক্তভোগী শেখ শরিফ উদ্দিন আহম্মেদ।

সর্বশেষ সংবাদ