আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ নাসিকের টিকা কার্যক্রম শুরু

সংবাদচর্চা রিপোর্ট
আজ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) টিকাদান কার্যক্রম পুনরায় শুরু করা হবে। সপ্তাহে ৫ দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী।

ডা. শেখ মোস্তফা আলী জানান, রুটিন কার্যক্রম অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রঙ্গনে প্রতি কার্যদিবসে টিকাদান কর্যক্রম পরিচালিত হয়। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ কার্যক্রম বন্ধ ছিলো। তবে নাসিক থেকে ঈদুল ফিতরের আগে এ কার্যক্রম শুরু করা হয়েছিল। কিন্তু ঈদের পরে সেটা অব্যাহত রাখতে পারেনি।

তিনি বলেন, ‘নাসিক টিকা কার্যক্রমের অধিকাংশ স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরেন। যার ফলে ঈদের পরও এতদিন আমরা কার্যক্রম শুরু করতে পারিনি। টিকাদান কার্যক্রম দুজন সুপারভাইরাস কর্তৃক পরিচালিত হত। তাদের মধ্যে একজন ঈদের আগেই করোনা আক্রান্ত হন। পরবর্তীতে আক্রান্ত হন এসএম নাসিম। করোনা আক্রান্ত হবার পর ২১ দিন পার হয়েগেছে। তাই আগামীকাল থেকে আমাদের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।’

উল্লেখ্য, নাসিক টিকাদান কার্যক্রমে নবজাতক, গর্ভবতী মা, কিশোরী ও নারীদের নানাবিধ টিকা দেয়া হয়। রোববার থেকে নগরভবন, কদম রসূলসহ, নগর মাতৃসদনের বিভিন্ন কার্যালয়ে এ কার্যক্রম চলবে।