আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা আজাদ-সাখাওয়াত গ্রেফতার

আজাদ-সাখাওয়াত গ্রেফতার

বিএনপি নেতা আজাদ-সাখাওয়াত গ্রেফতারআজাদ-সাখাওয়াত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নারায়নগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেটে যাত্রা পথে পুলিশ  আড়াইহাজারের পাঁচরুখী এলাকা থেকে আজাদ ও সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে এড. সাখাওয়াতকে আটক করে।

এ সময় আড়াইহাজার থানা যুবদলের আহবায়ক জুয়েল আহম্মদ, বিএনপি নেতা এড. আনোয়ার প্রধান, এড. মাঈনুদ্দিন ও ই¯্রাফিলকেও আটক করে পুলিশ।

জানা গেছে, সোমবার বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী বেগম জিয়াকে এক নজড় দেখার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচরুখী এলাকায় একাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের বাড়িতে ভোর থেকেই সমবেত হতে থাকেন।

সকাল থেকে পুলিশ তার বাড়ি ঘিরে রাখেন। পরে তাকে ১০টার দিকে তাকে আটক করা। এসময় থানা যুবদলের আহবায়ক জুয়েল আহম্মদকে আটক করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।