আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইনের শাসন সবার জন্য সমান- মাদারীপুরে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

আইনের শাসন

আইনের শাসন সবার জন্য সমান- মাদারীপুরে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

আইনের শাসনশহিদুল ইসলাম লিখন
বিচাররের কাজে তাড়াহুড়া করার কিছু নাই এটা বিএনপির মনগড়া কথা। আইনের শাসন সবাইকে মানতে হবে। আর তাদের সাজা হবে কি হবে না, এটা তারা অগ্রিম বলে দিতে পারে না। আইন বলে দিবে, তার কর্মকান্ড বলে দিবে, তার বিচার কি হবে। তবে বিচার যাইহোক সেটা তাদের সবার মানতে হবে। আইন হবে আইনের শাসন মানবে না এটা হতে পারে না। শনিবার দুপুরে মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়রের খাগছাড়া এইচ কে উচ্চ বিদ্যালয় শুভ উদ্ধোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপবিহন মন্ত্রী শাজাহান খান এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবিতে বহু দৃষ্টান্ত রয়েছে যারা সরকার প্রধান ছিলেন তাদের আইনের আওয়তায় এনে তাদের বিচার হয়েছে এবং তারা সেটা নিয়ে আইনি প্রক্রিয়ায় লড়াই করেছে। এটা নিয়ে বিএনপি রাস্তায় এসে মানুষ হত্যা করবে, পেট্রোল বোমা মারবে, এটাতো গনতান্ত্রিক আন্দোলন না। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের শাসন আমাদের সবাইকে মানতে হবে। যে বিচার হবে সেটা তাদের মানতে হবে। বিদ্যালয় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, মস্তাফাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মল্লিক প্রমুখ।